ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অর্থপাচার রোধে এখন থেকে সরকার আর জমির দাম ঠিক করে দেবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ১৩ মে ২০১৭ | আপডেট: ১৯:৩৩, ১৩ মে ২০১৭

Ekushey Television Ltd.


অর্থপাচার রোধে এখন থেকে সরকার আর জমির দাম ঠিক করে দেবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সচিবালয়ে অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন-ইআরএফ এর সাথে মত বিনিময়ে তিনি বলেন, মৌজা ভিত্তিতে নির্ধারিত জমির মূল্য তুলে দেওয়া হবে। আসন্ন বাজেটে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতে বরাদ্দ বাড়বে বলেও জানান মন্ত্রী।
অর্থমন্ত্রীর সঙ্গে ইআরএফ এর প্রাক বাজেট আলোচনা। ব্যবসা প্রতিষ্ঠানে র্শীষ পদে বিদেশীদের অগ্রাধিকার না দিয়ে দেশের জনশক্তির মান ও দক্ষতা বাড়ানোর সুপারিশ আসে বৈঠক থেকে।
আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী জানান, খরচ কমিয়ে যাতে প্রবাসীরা দেশে অর্থ পাঠাতে পারে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী বাজেটেও তার একটা নির্দেশনা থাকবে।
আলোচনায় উঠে আসে অর্থ পাচার প্রসঙ্গ। মন্ত্রী জানান, পাচার রোধে জমির দাম সামনের সময় গুলোতে আর নির্দিষ্ট করা থাকবে না।
নতুন ভ্যাট আইনে ভ্যাটের শতকরা হার ঠিক কত হবে, তা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।




Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি