ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অষ্টম ব্যালন ডি`অর ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০২, ১ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ডিয়াগো ম্যারাডোনার জন্মদিনে রেকর্ড অষ্টম ব্যালন ডি'অর জিতেছেন লিওনেল মেসি। ম্যারাডোনার হাত ধরে দ্বিতীয় বিশ্বকাপ ও মেসির হাত ধরে তৃতীয় বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। মেসির জীবনে ম্যারাডোনার প্রভাবটা লক্ষণীয়। আর সেই জন্য অষ্টম ব্যালন ডি'অর ম্যারাডোনাকেই উৎসর্গ করলেন মেসি।

প্যারিসে সোমবার (৩০ অক্টোবর) রাতে জমকালো অনুষ্ঠানে ব্যালন ডি’অর বিজয়ী হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়। দিনটি ছিল ম্যারাডোনার ৬৩তম জন্মবার্ষিকী। 

ব্যালন ডি’অর জয়ের পর মেসি বলেন, 'আজ আমি ডিয়েগোর নাম বলতে চাই। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর মতো এর চেয়ে ভালো সুযোগ আর হয় না। ফুটবল-পাগল অনেক মানুষ তাকে ভালোবাসে, যেটা তিনি চেয়েছিলেন। ডিয়েগো আপনি যেখানেই থাকুন, শুভ জন্মদিন। এই পুরস্কার আপনার জন্য।'

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি