ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

অসহায়দের পাশে সবসময় থাকতে চাই: তানিন সুবহা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৭, ১২ জুন ২০১৮ | আপডেট: ১১:১১, ১৩ জুন ২০১৮

তিনশত ছিন্নমূল শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ ও ইফতারের আয়োজন করে ‘প্রবর্তন’ সেচ্চাসেবী সংগঠন। সমাজের পিছিয়ে পড়া ছিন্নমূল শিশুদের নিয়ে সংগঠনটি দীর্ঘ দিন থেকে কাজ করে আসছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (১১ জুন) বিকেল ৪টায় মিরপুর বিলাস ভবন কমিউনিটি সেন্টারে তিনশত ছিন্নমূল শিশুদের ঈদের নতুন জামা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কবি কাজী রোজী, বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়িকা তানিন সুবহা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া ও আমন্ত্রিত অতিথি ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম।    

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কবি কাজী রোজী বলেন, ছিন্নমুল পথশিশুদের নিয়ে এমন একটি মহৎ কাজ সমাজ ও দেশের জন্য গর্বের। আয়োজকদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন, সমাজের অন্য আট-দশটা কাজের মতো এসব মানুষের পাশে সবাই দাঁড়াতে পারে না। যাদের প্রচেষ্টায় এসকল এতিম ও অনাথ শিশুদের মুখে হাসি ফুটেছে তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।   

চিত্রনায়িকা তানিন সুবহা বলেন, এমন একটি অনুষ্ঠানে এসে আমার মন ভরে গেছে। এমন ভালোবাসার পর আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। ছোট ছোট কোমলতি এসব ছিন্নমূল শিশুদের পাশে থাকতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবতী মনে হচ্ছে। এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। আমি সমাজের অসহায় মানুষের পাশে সবসময় থাকতে চাই। আর এই সংগঠনের যে কোন প্রয়োজনে আমি সব সময় পাশে থাকবো।  

প্রবর্তন স্বেচ্ছাসেবী সংগঠন এর পৃষ্ঠপোষক সায়মুম আক্তার সায়লা বলেন, ২০১৫ সালে আমাদের এ সংগঠনটির যাত্রা শুরু হয়। আমাদের ভলান্টিয়ারদের দিয়ে ঢাকায় একশত সুবিধা বঞ্চিত পথশিশুদের সপ্তাহে চারদিন পড়াশোনা করানো হয়। আমাদের লক্ষ্য হচ্ছে এসব পথশিশুদের সুন্দর একটি আগামী গড়ে দেওয়া। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করেছি তাদের মুখে হাসি ফোটাতে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় সঙ্গী হয়েছে দেশ বরেণ্য ব্যক্তিরা। তাদের প্রেরনা আমাদের শক্তি। তারুন্যের উদ্দীপনায় শানিত হোক প্রতিটি সুবিধাবঞ্চিত প্রান।  

এসি    

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি