ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

অসাধারণ গুণের অধিকারী এমবাপ্পে: ভারেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১২, ২০ জুলাই ২০১৮ | আপডেট: ২০:১৩, ২০ জুলাই ২০১৮

খেলার মাঠে এক অসাধারণ গুণের অধিকারী হলেন কিলিয়ান এমবাপ্পে। আমি এর আগে অনেক এলিয়েনের সঙ্গে খেলেছি কিন্তু এই প্রথমবার অল্প বয়স্ক এলিয়েনের সঙ্গে খেলছি। সম্প্রতি ফ্রান্সের ডিফেন্ডার রাফায়েল ভারেন এমবাপ্পের প্রশংসা করতে ফ্রান্সের এক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন।

তিনি বলেন, “তার মধ্যে একটি গুণ বেশ লক্ষণীয়। মাঠে অনুশীলন নিয়ে কথা বলতে গেলে পুরোটা বলার আগে সে খুব দ্রুত বুঝে ফেলেন।”

এদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে ফ্রান্সের ইলিয়ান এমবাপ্পে গোল করেছেন, স্পর্শ করেছেন বিশ্বকাপের সোনালি ট্রফিটাও। তরুণ পেলের সঙ্গে এমবাপ্পের তুলনাটা তাই ভালো মতোই হচ্ছে।

এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ পেলেও। ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পর খানিকটা মজা করেই বলেছেন, এমবাপ্পে এভাবে খেলতে থাকলে তাকেই আবার মাঠে নামতে হবে!

পেলের পর সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ফাইনালে গোলও করেছেন তিনি।

উল্লেখ্য, বর্তমানে পুরো বিশ্বের কাছেই পরিচিত নাম কিলিয়ান এমবাপ্পে। রাশিয়া বিশ্বকাপে চমকে দিয়ে সবার নজর কেড়েছেন ১৯ বছর বয়সী এই ফরাসি ফুটবলার।

ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পিছনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। এবারের রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের হয়ে এমবাপ্পে মোট ৪টি গোল করেছেন। ফিফার `ইয়াং অফ দ্যা টুর্নামেন্ট` এ পুরষ্কৃত হন তিনি।

 

এমএইচ/ এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি