ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

অসাধু ব্যবসায়ীদের আত্মশুদ্ধির তাগিদ বিশিষ্টজনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪১, ১৮ এপ্রিল ২০২৩

অসাধু ব্যবসায়ীদের আত্মশুদ্ধির তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। ঢাকা স্কুল অব ইকোনোমিক্সের উদ্যোক্তা অর্থনীতিবিদ আয়োজিত ইফতার, রমজানের ভ্রাতৃত্ববোধ এবং এন্ত্রেপ্রেনারিয়াল স্পিরিট শিরোনাম প্রোগ্রামে এসব কথা বলেন তারা। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেনেন্ট কর্নেল (অব:) কাজী সাজ্জাদ আলী জহির। বক্তব্য প্রদানকালে তিনি মুসলিম ইতিহাসের অবতারণা করেন।

বিশেষ অতিথি ছিলেন ওয়ান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমান এবং বিশিষ্ট শিল্পপতি সৈয়দ নাসির। গেস্ট অব অনার ছিলেন উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাব সভাপতি ও এনজিও বাস্তবের পরিচালক মোহাম্মদ জামালউদ্দিন। 

আলোচনায় সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী। 

এছাড়াও উপস্থিত ছিলেন উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের সহকারী অধ্যাপক রেহেনা পারভিন, সহকারী অধ্যাপক ড. সারা তাসনীম এবং প্রভাষক শামিম আহমেদ। 

এসময় শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি