ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিউইয়র্কে স্মরণ সভা 

অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান 

আব্দুল হামিদ, নিউইয়র্ক থেকে

প্রকাশিত : ১৯:৪৭, ২৫ নভেম্বর ২০১৯ | আপডেট: ২০:০৮, ২৫ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

'বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা প্রয়াত সাংসদ মঈন উদ্দিন খান বাদলের অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। আর এটি যদি করা সম্ভব হয় তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার জায়গাটা আরও বেশি শাণিত হবে।এছাড়া কালুরঘাট সেতুর নাম প্রয়াত মঈন উদ্দিন খান বাদলের নামে করা হয়। রোববার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে যুক্তরাষ্ট্র জাসদ শাখা আয়োজিত এক স্মরণ সভায় বক্তারা এ দাবী জানান। 

সভায় সভাপতিত্ব করেন, মুক্তিযোদ্বা সুব্রত বিশ্বাস। এ স্মরণ সভায় বক্তব্য রাখেন, বাসদ নেতা সাহাবুদ্দিন, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, সাংবাদিক শাহাব উদ্দিন সাগর, জাসদ সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক নুরে আলম জিকো, কমিউনিটি নেতা  ফখরুল আলম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, স্টেট আমি লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, জাতীয় পাটির সাধারণ সম্পাদক আবু তালেব চান্দু, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শাহা বকতিয়ার, মুক্তিযাদ্ধা সরাফ সরকার,নাদের প্রমুখ। সভা পরিচালনা করেন শাহান খান।

বক্তারা বলেন, মঈন উদ্দিন খান বাদল ছিলেন একজন পরোপকারী ও আদর্শবাদী এবং মুক্ত চেতনার রাজনীতিক। 

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি