ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অসুস্থ হয়ে কলকাতায় অপু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ১৮ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসা নিতে কলকাতায় গেছেন। তিনি শুক্রবার সকালে ফ্লাইটে করে কলকাতায় যান। অপুর ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে অপু বিশ্বাস তার বাসায় পা পিছলে পড়ে যান। এতে তিনি পায়ে এবং কোমরে আঘাত পান। ফলে তিনি চিকিৎসার জন্য ইন্ডিয়ায় গেছেন। এর আগে অপু বিশ্বাস কলকাতার যে চিকিৎসকের কাছে চিকিৎসা ও নিয়মিত চেকআপ করতেন এবারও সেই ডাক্তারের কাছেই গেছেন।
তবে অপুর সঙ্গে কলকাতায় কে বা কারা গেছেন এ বিষয়য়ে কিছু জানা যায়নি।
অপরদিকে বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে নতুন ঝামেলা। হঠাৎ করে অপু কলকাতায় গেলেও ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে যাননি। আর যে সময়টাতে অপু কলকাতা গেলেন ঠিক সেই সময় ছেলের কাছে আসলেন শাকিব খান। কিন্তু ছেলেকে দেখতে পেলেন না তিনি। অপুর বাড়ির দরজা থেকেই চলে যেতে হয় শাকিবকে। কারণ বাইরে থেকে তালা দেওয়া রয়েছে অপুর বাড়ির।   

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি