ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

অসুস্থ হয়ে হাসপাতালে সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ২৭ জানুয়ারি ২০১৮

সাকিব আল হাসান পুরো মাঠেই যেন অ্যাক্টিভ ছিলেন। অধিনায়ক মাশরাফির চেয়েও বেশি তৎপর ছিলেন চলমান এ ম্যাচে। ফিল্ডিং সাজানোর দায়িত্ব পুরোটাই যেন তার কাঁধে। এ কারণে শ্রীলঙ্কাও ছিল বেশ চাপে। সিঙ্গেলসও বের করতে পারছিল না এমন সাঁড়াশি ফিল্ডিংয়ের কারণে।

কিন্তু বিপত্তিটা বেধে গেলো এরই মধ্যে। খেলার ৪২তম ওভারের সময় বল করছিলেন মোস্তাফিজুর রহমান। প্রথম বলেই দিনেশ চান্দিমাল এক্সট্রা কভারে ঠেলে দিয়ে এক রান নিতে গেলেন। দৌড়ে এসে ফিল্ডিং করার চেষ্টা করলেন সাকিব। বল ধরতে পারলেন না। কিন্তু পড়ে গিয়ে বাম হাতের আঙ্গুলেই দারুণ ব্যথা পেয়ে গেলেন।

ফিল্ডিং করতে গিয়ে পড়েই থাকলেন মাঠে। তাকে উঠতে না দেখে এগিয়ে এলেন মোস্তাফিজ। অবস্থা দেখে ড্রেসিং রুমে ফিজিওর সাহায্য চাইলেন। এগিয়ে এলেন মাশরাফিসহ অন্যসব খেলোয়াড়। বেশ কিছুক্ষণ পর সাকিব ওঠে দাঁড়ালেও ফিজিওর সঙ্গে করে চলে গেলেন মাঠের বাইরে। মাঠের বাইরে চলে গেলেও সাকিব আল হাসান আবার মাঠে নামবেন, এটাই ছিল সবার প্রত্যাশা। তা না হোক, অন্তত ব্যাটিং তো করতে পারবেন; কিন্তু টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, সাকিব আল হাসানকে হাসপাতালে নেওয়া হয়েছে। আঙ্গুলে বড় রকমের চিড় হয়ত ধরা পড়েছে। সে কারণে দ্রুত ডাক্তারের কাছে গেলেন। শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাট করার সম্ভাবনা অনেক কমে গেলো। সম্ভাবনা নাই বললেই চলে।

সাকিব অসুস্থ হয়ে পড়ায় বাংলাদেশের জন্য কাঙ্খিত সাফল্যে পাওয়াটা হয়ত কঠিনই হয়ে উঠবে।

 

এসি/এসএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি