ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

অস্কারে জায়গা করতে পারেনি ‘ডুব’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ১৯ ডিসেম্বর ২০১৮

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস মঙ্গলবার ৯১তম অস্কারের সেরা বিদেশি ভাষার সিনেমার সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে। সেখানে নেই বাংলাদেশ থেকে পাঠানো মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’। এদিন ই-মেইলে অস্কারের প্রচারণা বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।
৯১তম অস্কারের বিদেশি ভাষার সিনেমা বিভাগে জমা পড়ে ৮৭টি দেশের চলচ্চিত্র। এর মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে বহুল আলোচিত ‘ডুব’। এতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, কলকাতার পার্নো মিত্রসহ অনেকে।
অ্যাকাডেমি সদস্যরা গত অক্টোবরের মাঝামাঝি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ‘ডুব’সহ জমা পড়া সব সিনেমা দেখেছেন। তারা বেছে নেন ছয়টি সিনেমা। তবে অ্যাকাডেমির বিদেশি ভাষার সিনেমার পুরস্কারের নির্বাহী কমিটি সংক্ষিপ্ত তালিকায় আরও তিনটি চলচ্চিত্র যুক্ত করেছে। এই ৯টি অ্যাকাডেমি সদস্য দেখে ব্যালটে ভোট দেবেন।
সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া সিনেমাগুলোর মধ্যে বেশিরভাগই এ বছর ৭১তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে ছিল।
৯১তম অস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া চলচ্চিত্র-
- বার্ডস অব প্যাসেজ (কলম্বিয়া)
- দ্য গিল্টি (ডেনমার্ক)
- নেভার লুক অ্যাওয়ে (জার্মানি)
- শপলিফটারস (জাপান)
- আইকা (কাজাখস্তান)
- কেপারনম (লেবানন)
- রোমা (মেক্সিকো)
- কোল্ড ওয়ার (পোল্যান্ড)
- বার্নিং (দক্ষিণ কোরিয়া)
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি