ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

অস্ট্রেলিয়া সফর  টাইগারদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪২, ১০ মে ২০১৮ | আপডেট: ১৫:৪৬, ১০ মে ২০১৮

চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরটি হচ্ছে না। ওই সফরের সময় দুটি টেস্ট এবং তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কথা ছিল।

ক্রিকইনফো ওয়েবসাইটের এক রিপোর্টে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় ফুটবল মৌসুমের মাঝখানে টিভি চ্যানেলগুলো বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচগুলো দেখাতে আগ্রহী নয়। তাই এই সফরটি `বাণিজ্যিকভাবে লাভজনক হবে না` বলে অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তৃপক্ষ বাংলাদেশকে জানিয়ে দিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা এটুকুই বলতে পারি যে অস্ট্রেলিয়া সফরটি এ মুহূর্তে হোস্ট করতে চাচ্ছে না বলার পর আমরা একটি বিকল্প সময় প্রস্তাব করেছিলাম। তবে এখনও কোনও জবাব পাইনি।’

ক্রিকিনফোর রিপোর্টে বলা হচ্ছে, বিকল্প প্রস্তাবগুলোর মধ্যে একটিতে ২০১৯ বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে সফরের কথা বলা হয়েছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ক্রিকিনফোকে বলেছেন, বাংলাদেশ সফরটি বাতিল করার সঙ্গে যে সময় এটি হওয়ার কথা ছিল তার সম্পর্ক আছে।

তিনি আরও বলেন, সেই সময়টায় ভারত, ইংল্যান্ড, এবং দক্ষিণ আফ্রিকা ছাড়া বাংলাদেশসহ অন্য দেশগুলো অস্ট্রেলিয়ায় খুব কমই খেলে থাকে।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি