ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। গেবেখায় মঙ্গলবার এক নম্বর গ্রুপের ম্যাচে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৭ রান করে বাংলাদেশ।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিফটির কীর্তি গড়ে ৫০ বলে ৫৭ রান করেন নিগার। জবাবে মেগ ল্যানিংয়ের অপরাজিত ৪৮ রানে ১০ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে আউট হন শামিমা সুলতানা। কিছু পরেই বোল্ড হন ওপেনার মুর্শিদা খাতুন। ১৭ বল খেলে ৭ রান করেন সোবহানা মোস্তারি। অষ্টম ওভারে ৪২ রানে ৩ উইকেট হারানোর পর স্বর্ণা আক্তারের সঙ্গে ৪৪ রানের জুটিতে দলকে এগিয়ে নেন নিগার। এ ছাড়া স্বর্ণা জাতীয় দলে অভিষেকে ৫ রানের পর এবারও ভালো করতে পারেননি। ২৭ বলে ১২ রান করে বোল্ড হন তিনি। ৪১ বলে ফিফটি করে এগিয়ে যাওয়া নিগার আউট হন শেষের আগের ওভারে ক্যাচ দিয়ে।

২০ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন অস্ট্রেলিয়ার বোলার জর্জিয়া ওয়েরহ্যাম।

অন্যদিকে, বোলিংয়ে ভালোই শুরু করে বাংলাদেশ। মারুফা তৃতীয় ওভারে বিদায় করে দেন বেথ মুনিকে। ৬০ বলে ৬৯ রানের জুটিতে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন অ্যালিসা হিলি ও ল্যানিং। ওপেনার হিলি ৩৬ বলে ৩৭ রান করে বিদায় নিলেও অ্যাশলি গার্ডনারকে নিয়ে বাকিটা অনায়াসে সারেন ল্যানিং।

অস্ট্রেলিয়ার অধিনায়ক ৪৯ বলে গড়েন ৪৮ রানের ইনিংস। এতে রয়েছে ৪টি চার। এ ছাড়া ২০ বলে ১৯ রান করেন গার্ডনার।

নিজেদের পরের ম্যাচে শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ নারী দল : ২০ ওভারে ১০৭/৭ (শামিমা ১, মুর্শিদা ৭, সোবহানা ৭, নিগার ৫৭, স্বর্ণা ১২, রুমানা ৪, রিতু ৩*, নাহিদা ৬, মারুফা ১*; শুট ৪-০-২১-১, ব্রাউন ৪-০-২৩-২, গার্ডনার ৪-০-১৭-১, কিং ৩-০-২১-০, পেরি ১-০-৪-০, ওয়েরহ্যাম ৪-০-২০-৩)

অস্ট্রেলিয়া নারী দল : ১৮.২ ওভারে ১১১/২ (হিলি ৩৭, মুনি ২, ল্যানিং ৪৮*, গার্ডনার ১৯*; মারুফা ৪-০-১৯-১, সালমা ২.২-০-১৯-০, নাহিদা ৪-০-৩২-০, ফাহিমা ২-০-১১-০, রিতু ২-০-৯-০)

ফল : অস্ট্রেলিয়া নারী দল ৮ উইকেটে জয়ী
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি