ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ায় আটকাপড়া তিমিদের ১৪০টি মারা গেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ২৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে হেমেলিন উপসাগরের কাছাকাছি একটি সমুদ্র সৈকতে প্রায় ১৪০টিরও বেশি তিমির মৃত্যু হয়েছে। আটকা পড়া ১৫০ তিমির মাত্র ৬টি এখন পর্যন্ত জীবিত আছে বলে জানা গেছে।

শুক্রবার ভোরে এক জেলে তিমিগুলো শনাক্ত করেন। এগুলো ছোট প্রজাতির তিমি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিবিসি জানিয়েছে, আটকা পড়া তিমিগুলোর মধ্যে প্রায় সবগুলোরই মৃত্যু হয়েছে। কেবল ৬টি তিমি এখন পর্যন্ত জীবিত আছে। তবে তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণকে সতর্ক করে দিয়ে ওই এলাকা থেকে সবাইকে দূরে থাকতে নির্দেশ দিয়েছেন। জীববৈচিত্র্য বিভাগের কর্মকর্তা জেরেমি চিক বলেন, ‘আমরা তিমিগুলো সাগরের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। তবে ঝড়ো হাওয়া এবং সম্ভবত আর্দ্র আবহাওয়ায় প্রাণীগুলোর জীবনীশক্তির ওপর প্রভাব ফেলবে।

তিমিগুলো ঠিক কী কারণে হঠাৎ সমুদ্রতীরে এসে জড়ো হয়েছিল, বিশেষজ্ঞরা সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। এর আগে ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের সৈকতে বড় আকৃতির প্রায় ৩২০টি তিমি সৈকতে এসে আটকা পড়েছিল।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি