অস্ট্রেলিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ৪
প্রকাশিত : ০৮:৪৫, ২৯ জুলাই ২০২৩ | আপডেট: ০৮:৪৮, ২৯ জুলাই ২০২৩
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় চারজন নিখোঁজ রয়েছেন।
এমআরএইচ-৯০ তাইপান হেলিকপ্টারটি স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে দশটার দিকে হুইটসানডে দ্বীপের কাছে বিধ্বস্ত হয়।
বিবিসির তথ্যমতে, অস্ট্রেলিয়া এবং মার্কিন সামরিক বাহিনীর মধ্যে একটি রাত্রিকালীন প্রশিক্ষণ চলার সময় এই দুর্ঘটনা ঘটে।
এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, খুব দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হলেও এখনো নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।
একই সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা বাহিনীর প্রধান অ্যাঙ্গাস ক্যাম্পবেল বলেন, এটি আমাদের জন্য একটি 'ভয়াবহ মুহূর্ত'। বর্তমানে আমাদের মূল লক্ষ্য নিখোঁজদের খুঁজে বের করা এবং তাদের পরিবার ও আমাদের দলের বাকি সদস্যদের পাশে দাঁড়ানো।
এই প্রশিক্ষণে জাপান, ফ্রান্স, জার্মানি এবং দক্ষিণ কোরিয়ার সৈন্যরাও ছিল।
এএইচ
আরও পড়ুন