ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

অস্ত্রোপচারের সিদ্ধান্ত সাকিবের ওপরই : বিসিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ১৪ আগস্ট ২০১৮

ওয়েস্ট ইন্ডিজ সফরে হাতের আঙ্গুলে আঘাত পান সাকিব আল হাসান। সাকিব হাতের এই চোট নিয়ে ম্যাচ খেলেছেন। এখন প্রশ্ন উঠেছে 

এশিয়া কাপের আগে নাকি পরে - সাকিব আল হাসানের আঙুলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়ে চলছিল এই টানাপোড়েন। সিদ্ধান্তটি শেষ পর্যন্ত টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের ওপরই ছেড়ে দিয়েছে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, সাকিব যখন ভালো মনে করেন, তখনই হবে অস্ত্রোপচার।

সাকিব রোববার দেশ ছেড়েছেন হজ করতে। যাওয়ার আগে বিসিবি সভাপতির সঙ্গে কথা হয়েছে তার। নাজমুল হাসান নিজেও হজ করতে দেশ ছাড়বেন কাল বুধবার। সেখানে গিয়ে কথা বলবেন আবারও। জানাবেন বোর্ডের ভাবনা।

মঙ্গলবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি জানালেন, বোর্ডের চাওয়া এশিয়া কাপের পরই হোক অস্ত্রোপচার। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সাকিব নিজেই।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি