ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

অস্ত্র কারবারি ফারুক সরদারের ১৪ বছরের কারাদণ্ড

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৭, ১০ জানুয়ারি ২০২৪

অস্ত্র মামলায় বেনাপোলের চিহ্নিত অস্ত্র কারবারি ফারুক সরদারের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামিকে খালাস দিয়েছে আদালত। 

মঙ্গলবার স্পেশাল ট্রাইব্যুনাল-৩’র বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ সোহানী পূষণ এক রায়ে এ আদেশ দেন। 
সাজাপ্রাপ্ত ফারুক সরদার বেনাপোল পুটখালী গ্রামের উত্তরপাড়ার আকতার সরদারের ছেলে। সাজাপ্রাপ্ত ফারুক হোসেন কারাগারে আটক।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১০ সালের ১৯ আগস্ট র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের পুটখালী গ্রামে অভিযানে যান। গভীর রাতে স্থানীয় বিজিবির সহযোগিতায় গ্রামের পশ্চিমপাড়া মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে ফারুক সরদারকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২টি রিভালবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় পালিয়ে যায় তার সহযোগী জনি।

এ ঘটনায় র‌্যাব-৬ যশোরের ডিএডি আব্দুর রহমান আটক ফারুকসহ দুইজনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই আজমল হুদা।

এ মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি ফারুক সরদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ মামলার অপর আসামি জনির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাকে খালাস দেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি