ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে একটি মহল : শম্ভু

প্রকাশিত : ২২:৫০, ২৫ অক্টোবর ২০১৭

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ শম্ভু এমপি বলেছেন, এখানে আশ্রিত রোহিঙ্গারা মিয়ানমারের ফিরে যাবেন। মিয়ানমারে সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও মিয়ানমারের নেত্রী অন সান সুচি’র সাথে বৈঠক করেছেন। বৈঠকে সুচি বলেছেন, কফি আনান কমিশনের প্রস্তাব মেনে নিয়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মিয়ানমার মুসলিম রোহিঙ্গা নিপীড়ন, নির্যাতন ও গণহত্যা অব্যাহত রেখেছে। জননেত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের মানবিক সেবা দিয়ে বিশ্বে যে উদাহরণ দেখিয়েছেন তা নজিরবিহীন। সরকারি-বেসরকারিভাবে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করায় রোহিঙ্গারা ক্যাম্পে ভাল আছেন। তবে একটি মহল রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।

এসময় সংসদীয় কমিটি প্রতিনিধিদলের সদস্য বিএম মোজাম্মেল হক এমপি, শফিকুল ইসলাম এমপি, আব্দুর রহমান বদি এমপি, মমতাজ বেগম এমপি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মহাপরিচালক রিয়াদ আহমেদ উপস্থিত ছিলেন।

এসআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি