ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির বিষয়ে জাফরুল্লাহ ফোনালাপ ফাঁস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ৬ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৪৩, ৬ নভেম্বর ২০১৮

সাভারে গণবিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনাকে পুঁজি করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা বাবুর সঙ্গে ফোনালাপে তার এই পরিকল্পনার তথ্য উঠে আসে। পরিকল্পিতভাবে নারী শিক্ষার্থীদের ওপর হামলা করে সরকারকে দায়ী করার চেষ্টার ষড়যন্ত্র বেরিয়ে এসেছে ফাঁস হওয়া ফোনালাপে।

গত ২৬ অক্টোবর সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনের মালিকানা দাবি করে কটন টেক্সটাইল ক্রাফটস লিমিটেডের নামে ব্যানার ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। পরে জমির মালিকানা দাবি করে সংবাদ সম্মেলনকারীদের উপর হামলার ঘটনা ঘটে।

এসব ঘটনাকে পুঁজি করে ষড়যন্ত্রের ছক আঁকছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা বাবুর সঙ্গে ফোনালাপে তার এই পরিকল্পনার তথ্য উঠে আসে।

কেন্দ্র পরিদর্শনে আসা বিদেশীদের উপর হামলার ষড়যন্ত্রের তথ্যও উঠে এসেছে ফাঁস হওয়া ফোনালাপে। ফোনালাপে জাফরুল্লাহ পরিকল্পিতভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটানোরও পরামর্শ দেন জাফরুল্লাহ চৌধুরী।

এভাবে নিজেরা ঘটনা ঘটিয়ে সরকারের উপর দায় চাপানোর চেষ্টা পরিকল্পনা করছেন তিনি।

ভিডিও: https://youtu.be/FTLsgppcjGo

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি