ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অ্যাডভান্সড বুকিংয়ে বাঘের গর্জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ২০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

দর্শকদের উত্তেজনা তুঙ্গে। অপেক্ষা শুধু মুক্তির। বলিউডের সব থেকে আলোচিত জুটি সালমান-ক্যাটরিনার ‘টাইগার জিন্দা হ্যায়’ নিয়ে উত্তেজনা অনেক। সিনেমাটি মুক্তি পাবে ২২ ডিসেম্বর। কিন্তু মুক্তির আগেই সিনেমাকে সুপার-ডুপার হিট করানোর দায়িত্ব নিয়েছে দর্শকরা। মুক্তির অনেক আগে থেকেই শুরু হয়েছে অগ্রিম বুকিং।

ভাইজানের ভক্তরা সিনেমাটি নিয়ে যে কতটা উত্তেজিত, তার প্রমাণ পাওয়া গেছে অগ্রিম বুকিংয়েই। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতেই হবে। আর তাই ইতিমধ্যেই রেকর্ড সংখ্যক অগ্রিম বুকিং হয়ে গেছে। যদিও অনেকেই বলছেন, ভক্তরা এমনই হন। তার উপর আবার সল্লু মিঞার ভক্ত।

ট্রেড অ্যানালিস্ট এবং ফিল্ম সমালোচক তরুণ আদর্শ টুইট করে ‘টাইগার জিন্দা হ্যায়’র বুকিংয়ের কথা জানিয়েছেন। আর ভক্তরা উত্তেজিত হবেন নাই বা কেন! এই সিনেমাতেই দর্শকদের পছন্দের সালমান-ক্যাটরিনা জুটিকে প্রায় ৫ বছর পর রুপোলী পর্দায় একসঙ্গে দেখা যাচ্ছে। আর সে জন্যই সিনেমাটি মুক্তির আগেই হিট। মুক্তি পেলে বক্স অফিসে কতটা বাঘের গর্জন শোনা যাবে, এখন সেটাই দেখার অপেক্ষা।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি