
উইকিলিকিসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের আটক ও গৃহবন্দি অবস্থাকে অবৈধ বলেছে জাতিসংঘ। এক প্রতিবেদনে জাতিসংঘের সহযোগি তদন্তকারী সংস্থা ডাব্লিউজিএডি এ দাবি করেছে।
এছাড়া এতোদিন গৃহবন্দি থাকার ফলে অ্যাসাঞ্জকে ক্ষতিপূরণ দেয়ার কথাও বলা হয় ঐ প্রতিবেদনে। এদিকে, প্রতিবেদনটিকে ‘স্বচ্ছ’ উল্লেখ করে জাতিসংঘকে ধন্যবাদ জানিয়েছেন অ্যাসাঞ্জ। তবে, বৃটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই রিপোর্টকে ‘হাস্যকর’ বলেছে। তারা সাফ জানিয়ে দিয়েছে, এ ঘটনায় কিছুই বদলাবে না। বরং দূতাবাস থেকে বের হলেই অ্যাসাঞ্জকে আটক করা হবে। এসব কারনে, বিশ্বজুড়ে আলোড়ন তোলা এই হ্যাকারের ভবিষৎ নিয়ে অনিশ্চয়তা রয়েই গেলো। ২০১২ সালের মাঝামাঝি থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে আছেন জুলিয়ান অ্যাসাঞ্জ।