ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮ লাখ ভ্যাকসিন পৌঁছেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৩, ২ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও প্রায় ৮ লাখ ডোজ কোভিড ভ্যাকসিন দেশে পৌঁছেছে। এ নিয়ে দেশে মোট ৫ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার ৮০ ডোজ কোভিড ভ্যাকসিন পৌঁছালো। 

শনিবার (২ অক্টোবর) বিকেল ৫টায় জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এ সময় ভ্যাকসিন গ্রহণ করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার এবং স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, যুক্তরাষ্ট্রের ফাইজার এবং মডার্না মিলিয়ে দেশে এর আগে মোট কোভিড ভ্যাকসিন এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ।

আর এ পর্যন্ত মোট ভ্যাকসিন দেওয়া হয়েছে ৫ কোটি ২ লাখ ৪৫ হাজার ২৫৫ জনকে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন মোট ৩ কোটি ৩৩ লাখ ২৫ হাজার ৭ জন। আর দুই ডোজ সম্পন্ন হয়েছে ১ কোটি ৬৯ লাখ ২০ হাজার ২৪৮ জনের। যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১০ দশমিক ৩ ভাগ।

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি