ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আইএমএফকে চিঠি দেওয়ায় ইমরান খানের সমালোচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

আইএমএফকে চিঠি দেওয়ায় ইমরান খানের সমালোচনা করলেন পাকিস্তানের সাবেক পরিকল্পনামন্ত্রী পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা সাবেক পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) চিঠি দেওয়ার জন্য ইমরান খানকে কঠোর সমালোচনা করেছেন। একটি অনুষ্ঠানে সাবেক পরিকল্পনামন্ত্রী ইমরান খানের পদক্ষেপের নিন্দা জানিয়ে একে 'দেশের প্রতি শত্রুতা' বলে অভিহিত করেন।

ইকবাল জোর দিয়ে বলেছিলেন যে, ইমরান খানের চিঠিটি আইএমএফের কাছে পৌঁছে ঋণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করার আরেকটি প্রচেষ্টা। আদিয়ালা কারাগারে ইমরান খান আন্তর্জাতিক ঋণদাতা আইএমএফকে চিঠি লেখার বিষয়টি নিশ্চিত করেছেন এবং ইসলামাবাদকে আর কোনও আর্থিক সহায়তা দেওয়ার আগে নির্বাচনের ফলাফলের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ঋণ পাওয়ার সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইমরান খান প্রশ্ন রেখে বলেন, এমন পরিস্থিতিতে দেশ যদি ঋণ পায়, তাহলে কে তা ফেরত দেবে? দেশের গুরুতর অর্থনৈতিক সঙ্কট এবং আসন্ন সরকার কর্তৃক একটি নতুন আইএমএফ প্রোগ্রামের আসন্ন বিবেচনার কথা বিবেচনা করে চিঠির সময়টি পিটিআইয়ের জন্য উল্লেখযোগ্য প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। সাম্প্রতিক নির্বাচন নিয়ে আহসান ইকবাল মন্তব্য করেন। তিনি দেশের তিনটি প্রদেশ নির্বাচনে পিটিআইয়ের রাজনীতি প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, পাঞ্জাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পিএমএল-এন। তবে কেন্দ্রে আমাদের জোট সরকার গঠন করতে হবে। আশাবাদ ব্যক্ত করে ইকবাল বলেন, পিএমএল-এনের প্রধান সংগঠক মরিয়ম নওয়াজকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগের পর পাঞ্জাবে বৈপ্লবিক পরিবর্তন দেখা যাবে। তিনি বলেন, পিটিআইয়ের নির্বাচিত আইনপ্রণেতাদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইতিবাচক ভূমিকা পালন করা উচিত। দেশের সামনে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে তা স্বীকার করে ইকবাল জাতিকে সঙ্কট থেকে বের করে আনার সম্মিলিত দায়িত্বের উপর জোর দিয়েছেন। তিনি বলেন, 'দেশকে এই সংকট থেকে বের করে আনা সবার দায়িত্ব।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি