ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

আইএসের অবস্থান দূর্বল হয়ে গেলেও বিশ্ববাসী জন্য এখনো তারা হুমকি

প্রকাশিত : ১৫:১১, ৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:১১, ৫ আগস্ট ২০১৬

ইরাক এবং সিরিয়ায় আইএসের অবস্থান দূর্বল হয়ে গেলেও বিশ্ববাসী জন্য এখনো তারা হুমকি বলে মন্তব্য করেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিজেদের দখলে থাকা এলাকাগুলোর নিয়ন্ত্রণ হারিয়ে এখন বিদেশের মাটিতে হামলা চালাচ্ছে আইএস। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এসব কথা জানান ওবামা। এসময় তিনি আরো বলেন, আইএসের মত উগ্রপন্থী জঙ্গি সংগঠনের পতন অনিবার্য, খুব শীগ্রই তারা স্বঘোষিত রাজধানী রাকার নিয়ন্ত্রণ হারাবে। ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে ওবামা বলেন, জঙ্গিবাদ দমনে বিশ্বব্যাপী মার্কিন নীতির পরিবর্তন হলে তার পরিনতি হবে ভয়াবহ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি