ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

আইওএফ’র নির্বাহী কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ১৩ নভেম্বর ২০২২

সভাপতি একেএম শামসুদ্দোহা ও সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম।

সভাপতি একেএম শামসুদ্দোহা ও সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম।

আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) এর নির্বাহী কমিটি ২ বছর মেয়াদে (২০২৩-২০২৫) নির্বাচিত হয়েছে। নির্বাহী কমিটির এ নির্বাচন সম্প্রতি ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

১৪ সদস্য বিশিষ্ট এই নির্বাহী কমিটিতে ৭ জন আইজিডব্লিউ অপারেটর সুইচ (আইওএস) এবং ৭ জন ‘নন আইওএস’ সদস্য নির্বাচিত হয়েছেন।

একেএম শামসুদ্দোহা (চেয়ারম্যান, গ্লোবাল ভয়েস টেলিকম লিমিটেড) এবং মোহাম্মদ আব্দুস সালাম (চেয়ারম্যান, সংবার্ড টেলিকম লিমিটেড) ২ বছর মেয়াদী (২০২৩-২০২৫) নির্বাহী কমিটির যথাক্রমে সভাপতি ও সহ-সভাপতি ও নির্বাহী কমিটির নবনির্বাচিত সকল সদস্যরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন মো. জয়নাল আবেদীন- বাংলা ট্রেক কমিউনিকেশনস লিমিটেড, খালিদ ইসলাম- ডিজিকন টেলিকমিউনিকেশন লিমিটেড, ব্রি. জে. মো. আব্দুল হান্নান- মীর টেলিকম লিমিটেড, সৈয়দ মইনুল হক- নভোটেল লিমিটেড, মো. সারোয়ার হোসেন- রুটস কমিউনিকেশন লিমিটেড, মো. মাহতাবউল আমিন- ইউনিক ইনফোওয়ে লিমিটেড, হাফিজুর রহমান- এইচআরসি টেকনোলজিস লিমিটেড, আশিক আহমেদ- ফার্স্ট কমিউনিকেশনস লিমিটেড, নজরুল ইসলাম- বাংলাদেশ ইন্টারন্যাশনাল গেটওয়ে লিমিটেড, গাজী মো. সালাহউদ্দীন- প্লাটিনাম কমিউনিকেশনস লিমিটেড, হুমায়ুন কবির- ভেনাস টেলিকম লিমিটেড, নাদির শাহ কোরেশী- বিজি টেল লিমিটেড।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি