
আইওয়ার পর এবার নিউ হ্যাম্পশায়ারে মার্কিন প্রেসিডেন্ট পদে প্রার্থীতা লড়াইয়ের বিতর্কে মুখোমুখি ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
বিতর্কের শুরুতেই নির্বাচনী প্রচারণা অর্থ ব্যয় নিয়ে হিলারীকে আক্রমন করেন বার্নি স্যান্ডার্স। তিনি দাবি করেন, রাজনৈতিক কোন দল বা কমিটি তার প্রচারণায় বিপুল অর্থের যোগান দেয়নি, সমর্থকদের সহায়তায়ই চলছে প্রচারণা। পাল্টা আক্রমণ করেন হিলারীও। বলেন, ভুল তথ্য উপস্থাপন করছেন স্যান্ডার্স, ছলনার আশ্রয় নিচ্ছেন তিনি। অন্যদিকে আইওয়ায় হারের পর এবার বেশ জোরেসোরে প্রচারণা শুরু করেছেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। সীমান্তে কড়াকড়া আরোপের ওপর জোর দেন তিনি। আর আইএসে যোগ দেয়া বিদেশী সদস্যদের প্রতি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান।