ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

আইডিএলসি নাট্যোৎসব আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ১৯ নভেম্বর ২০১৯

আজ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘আইডিএলসি নাট্যোৎসব ২০১৯’। ‘তারুণ্যের জয়গানে আসুন আনন্দ মঞ্চে’ এমন শিরোনামে এ আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। উৎসব চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

আয়োজনটি করছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।

এবার এ আয়োজনে দেশের ১০টি নাট্যদল ১০টি নাটক পরিবেশন করবে। দলগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যদল, নাট্যচক্র, তাড়ূয়া, ঢাকা পদাতিক নাট্য সংসদ, শব্দ নাট্যচর্চা কেন্দ্র, সময় নাট্যদল, ঢাকা থিয়েটার, আরশিনগর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, থিয়েটার ও নাগরিক নাট্যাঙ্গন।

আজ ‘রসপুরাণ’ ও ‘ভদ্দরনোক’, দ্বিতীয় দিন ‘লেট মি আউট’ ও ‘গহর বাদশা ও বানেছা পরী’, তৃতীয় দিন ‘পাইচো চোরের কিচ্ছা’ ও ‘চম্পাবতী’, চতুর্থ দিন ‘ভাগের মানুষ’ ও ‘ধাবমান’ এবং শেষ দিন ‘রহু চণ্ডালের হাড়’ ও ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের মঞ্চায়ন হবে।

এই আয়োজনের মাধ্যমে প্রাপ্ত অর্থ থিয়েটার ফেডারেশনের কল্যাণ তহবিলে দেওয়া হবে। সমাপনী দিনে নাট্যমঞ্চের নেপথ্য কলাকুশলীদের অবদানের জন্য দেওয়া হবে বিশেষ সম্মাননা।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি