আইনজীবী হত্যার প্রতিবাদে জাবিতে গায়েবানা জানাজা ও শোক মিছিল
প্রকাশিত : ২০:৩৩, ২৭ নভেম্বর ২০২৪
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে দুইটায় শহিদ মিনারে গায়েবানা জানাজা ও বিকালে কেন্দ্রীয় মসজিদের আসরের নামাজের পর মুখে লাল কাপড় বেঁধে শোক মিছিল করেন শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে গায়েবানা জানাজা আয়োজন করে মঞ্চ। এসময় জানাজার নামাজে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় আধিপত্যবাদ বিরোধী মঞ্চের মুখপাত্র শাহারিয়ার আনজুম বলেন, গতকাল মঙ্গলবারের ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। পার্শ্ববর্তী আধিপত্যবাদী শক্তি ভারত তার রাজনৈতিক এজেন্ডা- হিন্দুত্ববাদের মাধ্যমে বাংলাদেশকে অখন্ড ভারতের মধ্যে অন্তর্ভূক্ত করতে চায়। হিন্দুত্ববাদ ব্যবহার করে তারা বারবার বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করছে। গতকালের ঘটনার পর ইসকনের মত এমন উগ্রবাদী, হিন্দুত্ববাদী সংগঠন যেন বাংলাদেশে আর মাথাচাড়া দিতে না পারে এজন্য সরকারের কাছে দৃষ্টি আহ্বান করছি।
এছাড়া বিকেলে আসরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় মুখে লাল কাপড় বেঁধে কেন্দ্রীয় মসজিদ থেকে একটি শোক মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পর্যন্ত যান শিক্ষার্থীরা।
এসএস//
আরও পড়ুন