ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আইনশৃঙ্খলাবাহিনীর সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ১৬ ডিসেম্বর ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

সীমান্ত এলাকায় বিচ্ছিন্নতাবাদ ও জঙ্গি কার্যক্রম বন্ধে আইনশৃঙ্খলাবাহিনীর সক্ষমতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মহান বিজয় দিবসে রাজারবাগ পুলিশ লাইনে শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ শেষে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্গম এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় টহল বাড়ানোর পাশাপাশি পুলিশের জন্য দুটি হেলিকপ্টার আনা হচ্ছে। 

একটি বিশেষ মহল জঙ্গিবাদের পৃষ্টপোষকতা করলেও সরকারের চেষ্টায় জঙ্গিবাদ নিয়ন্ত্রণ আছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

অনুষ্ঠানে পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি