ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

আইন লঙ্ঘনে ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা

প্রকাশিত : ১৬:৫৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:৫৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ লঙ্ঘন করায় ৪ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ রোববার রাজধানীর কদমতলী ও হাটখোলা রোড এলাকায় বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের অভিযানে এ মামলা করা হয়। বিএসটিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অভিযুক্ত ৪ টি প্রতিষ্ঠানের মধ্যে কদমতলী এলাকার মেসার্স ফাতেমা আয়রন স্টোর ও মেসার্স নির্মাণ ট্রেডিং কর্পোরেশন বিএসটিআই হতে ডিজিটাল প্লাটফর্ম স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করে ব্যবসা পরিচালনার দায়ে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এছাড়া হাটখোলা রোডের টিকাটুলি এলাকার মেসার্স আদি বনফুলে ব্যবহৃত ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় ও চৌধুরী মল শপিং মলের মেসার্স গুলজার হোসেন ক্লথ স্টোর কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে গজ কাঠি ব্যবহার করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন লঙ্ঘিত হওয়ায় তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়।

বিএসটিআই’র এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে সহকারী পরিচালক মোঃ মোন্নাফ হোসেন, পরিদর্শক মোঃ লিয়াকত হোসেন ও মোঃ বিল্লাল হোসেন অংশগ্রহণ করেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি