ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নড়াইলে পুলিশের মহড়া

প্রকাশিত : ২১:৫৫, ২০ নভেম্বর ২০১৮

নড়াইলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ নভেম্বর) বিকেলে এ মহড়া অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম এর নির্দেশে  এই মহড়ায় অংশগ্রহণ করেন সম্প্রতি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জাহিদুল ইসলাম পিপিএম (অতিরিক্ত পুলিশ সুপার-প্রশাসন),অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরফুদ্দীন, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রিপন চন্দ্র সরকার, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) জালাল উদ্দিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) ইশতিয়াক আহমেদ, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

শহরের মহিষখোলা, পুরাতন বাস টার্মিনাল, হাসপাতাল চত্বর, প্রেসক্লাব চত্বর, রূপগঞ্জ, হাতিরবাগানসহ বিভিন্ন এলাকায় মহড়া অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১৪ নভেম্বর দুপুরে নড়াইলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মদ বিপিএম সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ে পুলিশ কর্মকর্তাদের দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

এছাড়া সুষ্ঠু নির্বাচনের লক্ষে ১২ নভেম্বর সকালে ডিবি পুলিশের পক্ষ থেকে শহরে মহড়া এবং ৮ নভেম্বর সকালে পুলিশ সুপারের কার্যালয়ে জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম।  

কেআই/    

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি