ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

আইপিএলের এই ৩ রেকর্ড ভাঙা সত্যিই কঠিন

প্রকাশিত : ১৩:৪৬, ২২ মার্চ ২০১৯ | আপডেট: ১৪:৫৪, ২২ মার্চ ২০১৯

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসর শুরু হচ্ছে আগামীকাল শনিবার। আইপিএল মানেই রেকর্ডের ছড়াছড়ি৷ এর মাঝে আইপিএলের এমন একাধিক রেকর্ড রয়েছে, যা ভবিষ্যতে ভাঙা সত্যিই কঠিন৷ ক্রিকেট অনুরাগীদের জন্য তুলে ধরা হল এমন তিন রেকর্ড৷

আইপিএলের ব্যাক্তিগত সর্বোচ্চ স্কোর

ইউনিভার্সাল বস ক্রিস্টোফার হেনরি গেইলের ঝুলিতে রয়েছে এই রেকর্ড৷ একাই ১৭৫! স্কোরবোর্ডে এটি কোনও দলের দলগত রান নয়, ২০১৩ সালে পুণে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে এটি ছিল গেইলের ব্যাক্তিগত রান, যা আইপিএলে কেরিয়ারে ও গেইলের ক্রিকেট কেরিয়ারে সর্বোচ্চ টি-টোয়েন্টি রান৷ গেইলের এই ১৭৫ রানে ভর করে স্কোরবোর্ডে সে দিন (২৩ এপ্রিল, ২০১৩) ২৬৩ রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ ৬৬ বলে গেইলের ১৭৫এর ইনিংসের ১৫৪ রান এসেছিল চার-ছক্কায়৷ ম্যাচে ১৩টি চার ও ১৭টি ছয় হাঁকিয়েছিলেন গেইল৷

এক মৌসুমে ৪০০ রান

২০১৬ আইপিএল মৌসুমে চারটি শতরান হাঁকিয়েছিলেন বিরাট কোহলি৷ এক মৌসুমে আইপিএলে সর্বাধিক শতরান হাঁকানোর এই নজির অন্য কোনও ব্যাটসম্যানের নেই৷ সেই মৌসুমে সর্বোচ্চ ৯৭৩ রান হাঁকিয়েছিলেন কিং কোহলি৷

এক মৌসুমে সর্বোচ্চ ৯৭৩ রান

বিরাটের ক্রিকেট কেরিয়ারের সেরা আইপিএল মৌসুম কোনটা? উত্তর, অবশ্যই ২০১৬ সাল৷ ওই মৌসুমে ১৬ ম্যাচে ৯৭৩ রান হাঁকিয়েছিলেন ভিকে৷ এটাই কোনও এক মৌসুমে কোনও এক ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যাক্তিগত স্কোর৷ বিরাটের পর এই তালিকায় দু’নম্বরে রয়েছেন ডেভিড ওয়ার্নার৷ একই মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ডেভিড ওয়ার্নার ৮৪৮ রান হাঁকিয়েছিলেন৷ তালিকায় তিন নম্বরে নিউজিল্যান্ডের কাপ্তান কেন উইলিয়ামসন৷ ২০১৮ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৭৩৫ রান করেন উইলিয়ামসন৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি