ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আইফোনে স্প্যাম ম‍্যাসেজ ব্লক করবেন যেভাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

মুঠোফোনে অনেক সময় স্প‍্যাম ম‍্যাসেজ আসে। এসব ম্যাসেজ আমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে এবং কাজে বিঘ্ন ঘটায়। চাইলে আইফোন ব‍্যবহারকারীরা কোনো থার্ডপার্টি অ্যাপ ইন্সটল করা ছাড়াই ম‍্যাসেজগুলো ব্লক করতে পারবেন। আসুন জেনে নিই কিভাবে মেসেজ ব্লক করবেন?

আইফোন থেকে প্রথমে ম‍্যাসেজ অ্যাপে যেতে হবে। তারপর যে স্প‍্যাম ম‍্যাসেজটি ব্লক করতে চান সেটাতে ট‍্যাপ করতে হবে।

ম‍্যাসেজ বক্সটি খোলার পরে ডান পাশে উপরে ‘i’ আইকনের একটি চিহ্ন দেখা যাবে। এতে ক্লিক করে স্প‍্যাম পাঠানো ম‍্যাসেজের তথ‍্য পাওয়া যাবে।

তারপর স্ক্রল করে নিচের দিকে গিয়ে  ‘Block this caller’ অপশনে ক্লিক করলে নম্বরটি ব্লক হয়ে যাবে।

এই প্রক্রিয়ায় কয়েকটি নম্বর ব্লক করার পর চাইলে নির্দিষ্ট নম্বরের ব্লক খুলে দেওয়া যাবে। এছাড়া, আপনি চাইলে দেখতে পারবেন কতজনকে ব্লক করা হয়েছে। এটি দেখতে আপনাকে ‘settings’ অপশনে গিয়ে ‘messages’ এ ক্লিক করতে হবে হবে।

তারপর সেখানে ‘blocked’ অপশনে ক্লিক করলে যে নম্বরগুলো ব্লক করা হয়েছে সেগুলোর তালিকা দেখানো হবে।

আইওএস ৭ ও তার পরবর্তী সংস্করণগুলোতে এই প্রক্রিয়ায় নম্বর ব্লক করা যাবে।

কেআই/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি