ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

আইরিনের ‘পদ্মার ভালোবাসা’ সীমান্ত পেরোবে নভেম্বরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৫, ৯ অক্টোবর ২০১৯ | আপডেট: ০৮:৫৬, ১০ অক্টোবর ২০১৯

ভারতের কলকাতায় গেল ২০ সেপ্টেম্বর ‘পদ্মার ভালোবাসা’ মুক্তি পেয়েছে। সে দেশে প্রেক্ষাগৃহে বেশ ধুমধামে প্রদর্শিত হওয়ার পর এবার আগামী পহেলা নভেম্বর চলচ্চিত্রটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

সত্তর দশকের পদ্মা নদীর পাড় ঘেঁষা একটি গ্রামের মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পদ্মার প্রেম’। এতে গ্রামের চঞ্চল এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আইরিন। তার চরিত্রের নাম পদ্মা।

আইরিন জানান, কলকাতায় মুক্তির পর এটি নিয়ে বেশ সাড়া পেয়েছেন। অনেকে প্রশংসা করেছেন। এবার নিজ দেশে চলচ্চিত্রটি মুক্তি পাবে। তাই বেশ ভালো লাগা কাজ করছে। দেশের মানুষের যদি সিনেমাটি ভালো লাগে তাহলেই তিনি তৃপ্তি পাবেন বলেও জানান আইরিন। 

সুমিত সেনগুপ্তের বিপরীতে অভিনয় করেছেন আইরিন। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, জয়ন্ত চট্টোপাধ্যায়, আলেকজান্ডার বো, মুনমুন। 

গত ২০১৮ সালের শুরুর দিকে ‘পদ্মার প্রেম’ কাজ শুরু হয় হয়ে চলতি বছরের জানুয়ারিতে শেষ হয়। হারুন-উজ-জামান পরিচালিত এ চলচ্চিত্রটির বেশিরভাগ দৃশ্য মানিকগঞ্জের পদ্মাপারে ধারণ করা হয়েছে। 

এমএস/এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি