ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

রোহিঙ্গা গণহত্যা

আইসিজেতে মিয়ানমারের তথ্য জমা দেয়ার শেষ সময় আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ২৪ আগস্ট ২০২৩

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালত- আইসিজে-তে মিয়ানমারের তথ্য-উপাত্ত জমা দেয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ। 

গেল বছরের ২২ জুলাই গাম্বিয়ার করা ওই মামলায় মিয়ানমারের প্রাথমিক আপত্তি খারিজ করে দেয় আদালত। এরফলে গণহত্যার মামলার বিচার প্রক্রিয়া চলতে আর কোনো বাধা থাকে না। ওই দিনই আদালত, মিয়ানমারকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত জমা দিতে ২০২৩ এর ২৪ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেয়। প্রায় ৯ মাস সময় পাওয়ার পরও দু’দফায় সময় বাড়ায় মিয়ানমার। এ নিয়ে ওই মামলায় তথ্য-উপাত্ত জমা দিতে প্রায় ১৩ মাস সময় পেলো জান্তা সরকার। মিয়ানমার সেনাবাহিনীর দমনে-পীড়নের শিকার হয়ে ২০১৭ সালের আগস্টে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এ ঘটনার দু’বছর পর আইসিজে’তে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করে আফ্রিকার দেশ গাম্বিয়া।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি