আইসিটি খাতকে ৩০ সাল পর্যন্ত আয়কর মুক্ত রাখতে উদ্যোগ (ভিডিও)
প্রকাশিত : ২১:৪৭, ৩০ জানুয়ারি ২০২২
আইসিটি খাত থেকে একশটি দেশে ১৪০ কোটি ডলার রপ্তানি করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এইখাতকে ২০৩০ সাল পর্যন্ত আয়কর মুক্ত রাখার কথাও বলেন তিনি।
আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে নবনির্বাচিত বেসিস সদস্যদের সঙ্গে রুপকল্প ২০৪১ বাস্তবায়নে তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশে করণীয় নিয়ে আলোচনা সভা।
এসময় বেসিস সদস্যরা বলেন, আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে একসঙ্গে কাজ করলে এই খাতে বিশ্বে বাজার বড় করা সম্ভব।
বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ বলেন, "পোডাক্ট অফ দ্য ইয়ারের ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিয়ে দিয়েছে। এখন আসলে আমাদের দায়িত্ব, এই প্রোডাক্টটাকে সাকসেসফুল করার, এই বাজারটাকে বড় করার।"
কয়েক মাসের মধ্যে দেশে তথ্যপ্রযুক্তি খাতে ৮শ বিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে উল্লেখ্য করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন ভবিষ্যতে আরো আসবে।
বলেন, "তিনশ বেসিস মেম্বার প্রায় একশ দেশে এখন সফটওয়্যার রপ্তানি করছে, যেখান থেকে এক দশমিক চার বিলিয়ন ডলার রপ্তানি আয় আমরা করছি। আমরা ২৪ পর্যন্ত কর্পোরেট ট্যাক্স মুক্ত আছে, আমরা উভয়েই একমত হয়েছি যে এটাকে ৩০ সাল পর্যন্ত বর্ধিত করতে আমরা ফাইন্যান্স মিনিস্টারের কাছে আপিল করতে চাই।"
এলাকা ভিত্তিক গ্রুপ তৈরি করে আইসিটি ও বেসিস এক সঙ্গে কাজ করলে প্রযুক্তি ক্ষেত্রে আরো উন্নতি হবে বলে জানান প্রতিমন্ত্রী।
বলেন, "গুটিকয়েক রাষ্ট্র হয়তো এই দশ বারো বছরে তাদের আইট সেক্টরে উন্নয়ন করতে পেরেছে। তারমধ্যে বাংলাদেশ অন্যতম নেতৃত্ব প্রদানকারী দেশ।"
এসবি/
আরও পড়ুন