ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আইসিসির নতুন প্রধান নির্বাহী হলেন মানু সোহনি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১০, ১৮ জানুয়ারি ২০১৯

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)র নতুন নির্বাহী (সিইও) হিসেবে নির্বাচিত হয়েছেন মানু সোহনি।   

আইসিসির মনোনয়ন কমিটি চলতি সপ্তাহে চারজনের একটি সংক্ষিপ্ত তালিকা থেকে সোহনিকেই আইসিসির পরবর্তী প্রধান নির্বাহী হিসেবে চূড়ান্ত করে।

ভারতীয় বংশোদ্ভূত মানু সোহনি একজন পেশাদার সাংবাদিক। আগামী জুলাইয়ে ওয়ানডে বিশ্বকাপ শেষে আনুষ্ঠানিকভাবে আইসিসি সিইও হিসেবে যোগদান করবেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেয়ার আগেই কাজ শুরু করবেন তিনি।

জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পদে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। সিঙ্গাপুর স্পোর্টস হাবের প্রধান নির্বাহী হিসেবেও কাজ করেছেন।

আগামী ফেব্রুয়ারি থেকেই তাকে ব্যস্ত থাকতে হবে ক্রিকেট বিশ্বকে নিয়ে। আইসিসির প্রধান নির্বাহীর পদে যুক্ত হওয়ার আগেই প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন ক্রিকেটের সঙ্গে।

সোহনি যার স্থলাভিষিক্ত হচ্ছেন সেই ডেভ রিচার্ডসনের সিইও হিসেবে মেয়াদ রয়েছে আগামী জুন পর্যন্ত। তবে আগামী ফেব্রুয়ারি মাস থেকেই সোহনি আইসিসির প্রধান নির্বাহী হিসেবে কাজ করা শুরু করবেন।

এসি  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি