ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আইসিসি ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে নতুন চার দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮, ২ জুন ২০১৮

আইসিসি একদিনের ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে ১২টি টেস্ট খেলিয়ে দেশের সঙ্গে শুক্রবার থেকে সংযুক্তি হল আরও চারটি নতুন দেশের। ফলে এবার থেকে ১৬ দলের র‌্যাঙ্কিং প্রকাশ করবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।  
আইসিসি ওডিআই ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপ জেতার পরে আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে নিজেদের জায়গা নিশ্চিত করেছিল ডাচরা। আর এবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে নেদারল্যান্ডসের পাশাপাশি স্কটল্যান্ড, নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহি এই তিনটি অ্যাসোসিয়েট দেশও আইসিসি র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে।
আইসিসি-র একদিনের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ইংল্যান্ড। ২ নম্বরে রয়েছে ভারত। ১২ নম্বরে আয়ারল্যান্ড। ২৮ রেটিং পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে স্কটল্যান্ড। ১৪ নম্বরে আমিরশাহি। নেদারল্যান্ডস এবং নেপালের রেটিং পয়েন্ট শূন্য। এই দু’টি দলকেই চারটির বেশি একদিনের ম্যাচ খেলতে হবে তবেই রেটিং পয়েন্ট যোগ হবে তাদের।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি