ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

আইসোলেশন ১০ দিন, নেগেটিভ সনদ ছাড়াই কাজে ফেরা যাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ৩০ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৭:০৪, ৩০ জানুয়ারি ২০২২

করোনাভাইরাসে আক্রান্ত হলে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। এরপর উপসর্গ না থাকলে আর পরীক্ষা করানোর দরকার নেই। নেগেটিভ সনদ ছাড়াই কাজে ফেরা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

রোববার দুপুরে ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, ‘যাদের করোনা পজিটিভ হয়েছে, তাদের ১০ দিনের জন্য আইসোলেশন করতে বলব। ১০ দিন পর জ্বর ভালো হয়ে গেলে, উপসর্গ চলে গেলে তিনি আবার তার কাজে ফিরে যাবেন। কাজে ফিরে যাওয়ার শর্ত হিসেবে আগে আরটিপিসিআর সনদ নিয়ে যেতে হতো, সেটিকে আপাতত স্থগিত রাখছি।’

গত সাত দিনে দেশের করোনা পরিস্থিতির চিত্র তুলে ধরে মো. নাজমুল ইসলাম বলেন, ‘প্রতিদিনই সংক্রমণের হার বেড়ে চলছিল। ২৯ জানুয়ারি এসে শনাক্তের হার খানিকটা কমেছে। শনাক্ত হয়েছে ১০ হাজার ৩৭৮ জন। ছুটির দিনের কারণে এ শনাক্ত কম হতে পারে। তবে আজকের করোনার বুলেটিনে বোঝা যাবে, বাস্তব অবস্থার কতটা কাছাকাছি আমরা আছি।'

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি