আওয়াজ তোলেন থাকবে না, ৩২ নাম্বার থাকবে না: পিনাকী
প্রকাশিত : ১৭:০৪, ৫ ফেব্রুয়ারি ২০২৫
শেখ হাসিনার পৈতৃক বাড়ি ধানমন্ডি-৩২ নাম্বারে লাখ লাখ মানুষকে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। এক পোস্টে তিনি বলেছেন, ‘আওয়াজ তোলেন থাকবে না, ৩২ নাম্বার থাকবে না’।
তাঁর ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজে বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ৪টা ৫ মিনিটে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান পিনাকী।
ওই পোস্টে তিনি বলেন, ‘কাডাল রানী লাইভে যাবে যখন, তখন সবাই যান ৩২ নাম্বারে। বাকী কাম সাইরা আইসেন এইবার।’
লাখে লাখে মানুষের কথা উল্লেখ করে পিনাকী আরও বলেন, ‘লাখে লাখে মানুষ আসেন ধানমন্ডি ৩২ নাম্বারে। আওয়াজ তোলেন থাকবে না, ৩২ নাম্বার থাকবে না।’
এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে এখন পর্যন্ত ১৪ হাজার রিয়েক্ট পড়েছে, সাথে ৩৮৫ বার শেয়ার হয়েছে।
এএইচ