ঢাকা, বুধবার   ১২ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামীপন্থীকে প্রো-ভিসি বানানোর চেষ্টার প্রতিবাদে যবিপ্রবিতে গণস্বাক্ষর

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৬:৪৪, ১২ ফেব্রুয়ারি ২০২৫

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক ড. এ এফ এম সাইফুল ইসলামকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রো-ভিসি বানানোর চেষ্টার প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচি করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ গণস্বাক্ষর কর্মসূচি করেন শিক্ষার্থীরা।

ড. সাইফুল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নেতা ও তার স্ত্রী ছিলেন সাবেক আওয়ামীপন্থী সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম আরা।

এর আগে সোমবার অধ্যাপক ডক্টর এ এফ এম সাইফুল ইসলামকে যবিপ্রবির প্রো-ভিসি বানানোর চেষ্টার সংবাদ দেশের গণমাধ্যম সূত্রে জানতে পেরে এর প্রতিবাদে মশাল-মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

কর্মসূচির সংক্ষিপ্ত বক্তব্যে যবিপ্রবির গণিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সুমন আলী বলেন, কোন আওয়ামী দোসরকে প্রো-ভিসি বানানো হলে জুলাই বিপ্লবের দুই হাজার শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই। স্বৈরাচারের দোসরকে চেয়ারে বসানোর জন্য জুলাই আন্দোলন করিনি।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন বলেন, সারাদেশে যখন 'ডেভিল হান্ট' চলছে, তখন আমরা কোনো 'ডেভিল'কে যবিপ্রবিতে পুনর্বাসন হতে দেবনা। আমরা বিশ্ববিদ্যালয়ে নতুন কোন সিন্ডিকেট গড়ে তুলতে দিব না। 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আওয়ামী শাসনামলে ক্রপ বোটানি এন্ড টি প্রোডাকশন টেকনোলজি বিভাগের এই অধ্যাপক সিকৃবিতে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নেতা ছিলেন। আওয়ামী প্যানেল থেকে দুইবার সিকৃবির সিন্ডিকেট সদস্য (২৯১৪-১৬ ও ২০২২-২৪ সালে) নির্বাচিত হন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি