আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা বাড়ছে (ভিডিও)
প্রকাশিত : ১৩:৫৯, ১৪ সেপ্টেম্বর ২০২০
জেলা কমিটি পূর্ণাঙ্গ করার পাশাপাশি সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় নেতারা বলছেন, সব পর্যায়ের কমিটিতে ত্যাগী ও আদর্শিক কর্মীদের রাখার নির্দেশনা দেয়া হয়েছে। পরবর্তী কার্যনির্বাহী কমিটির সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে গতিশীল করার বিষয়ে সিদ্ধান্ত হবে।
গত বছরের ২০ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শেষ হয়। এরপর বেশ কিছু জেলায় সম্মেলন হলেও করোনার কারণে পূর্ণাঙ্গ কমিটি হয়নি। সম্প্রতি আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় তৃণমূলের কমিটিগুলোকে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেন দলের সভাপতি শেখ হাসিনা।
যেসব জেলা, মহানগরে পূর্ণাঙ্গ কমিটি হয়নি ১৫ সেপ্টেম্বরের মধ্যে কমিটি জমা দিতে সংগঠনের সকল শাখার প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। কেন্দ্রীয় নেতারা বলছেন, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি দেবেন জেলা সভাপতি-সাধারণ সম্পাদকরা।
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, আমাদের সহযোগী সংগঠনের সম্মেলনও গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছে। দলের ত্যাগী, পরীক্ষিত এবং যাদের রেকর্ড খুবই ক্লিন- এসমস্ত মানুষকে দিয়ে কমিটিগুলো পূর্ণাঙ্গ করার কাজ আমরা হাতে নিয়েছি।
উপজেলা, ইউনিয়নসহ তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সিনিয়র নেতারা।
বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ৩১টি জেলার কাউন্সিল আমাদের দলের জাতীয় সম্মেলনের আগে সম্পন্ন হয়েছে। সেই ৩১টি জেলার মধ্যে ৬টি জেলার পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্র জমা পড়েছে। বাকী ২৫টি জেলার পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় অফিসে জমা পড়েনি। তবে আশা করছি, এই ১৫ সেপ্টেম্বরের মধ্যে সকল জেলা পর্যায়ের কমিটি জমা হওয়ার পরে কেন্দ্রীয় কার্যনির্বাহীর বৈঠকে এই কমিটিগুলোকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
সংগঠনকে শক্তিশালী করে কর্মসূচিভিত্তিক রাজনীতি জোরদার করবে আওয়ামী লীগ।
এএইচ/এমবি
আরও পড়ুন