ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪জন হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

প্রকাশিত : ১৪:৪৯, ২৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৪৯, ২৮ আগস্ট ২০১৬

রাজধানীর বাড্ডায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চারজন হত্যা মামলার প্রধান আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বছরের ১৩ আগস্ট মধ্য বাড্ডায় খুন হন স্থানীয় আওয়ামী লীগ নেতা শামসু মোল্লা, একটি বেসকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ আহমেদ মানিক, মাহবুবুর রহমান গামা ও আব্দুস সালামকে গুলি করে হত্যা করা হয় গত বছরের ১৩ আগস্ট। এই হত্যা মামলার প্রধান আসামি জুনায়েদ হোসেন জুয়েলসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয় শনিবার। এ সময় তাদের কাছ থেকে দু’টি পিস্তল ও বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঘটনার নিহতরা মধ্য বাড্ডার আদর্শনগর পানির পাম্পের কাছে আড্ডা দিচ্ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে এলোপাতারি গুলি করে হত্যা করা হয় তাদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি