ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ হেফাজতকে বশে এনে নিজেদের প্রয়োজন মিটাতে চাইছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ১৮ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

হেফাজতকে বশে এনে আওয়ামী লীগ নিজেদের প্রয়োজন মিটাতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মানা হবে না।  লেভেল প্লেইং ফিল্ড না হলে বিএনপি নির্বাচনে যাবে না বলেও ঘোষণা দেন তিনি।

বন্যা কবলিত হাওরাঞ্চল ঘুরে মানুষের দুর্দশা জানাতেই এই সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। বন্যা কবলিত অঞ্চলকে দুর্গত এলাকা দাবি জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাব বিএনপি মহাসচিব। হেফাজতে ইসলামের  সঙ্গে সরকারের সম্পর্ককে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত বলে দাবি করেন তিনি।

নির্বাচন নিয়ে বিএনপির ভাবনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, গ্রহণযোগ্য পরিবেশ না হলে কোনো নির্বাচনে তারা যাবেন না।

প্রধানমন্ত্রীর ভূটান সফর নিয়েও কথা বলেন তিনি। বলেন, বিদ্যুৎ আনতে পারলে সফর ফলপ্রসূ হবে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি