ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার কয়েক হাজার হেক্টর জমির ফসল

প্রকাশিত : ১৩:০১, ১৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:০১, ১৯ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

প্রবল বর্ষণ আর উজানের ঢলের পানিতে সৃষ্ট আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার কয়েক হাজার হেক্টর জমির ফসল। ক্ষতির মুখে দিশেহারা কৃষক। এদিকে, পানিতে তলিয়ে যাওয়া ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ দিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। প্রায় এক সপ্তাহ আগে থেকে পাহাড়ী ঢলের পানি আসতে থাকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায়। সেই সঙ্গে বৃষ্টির পানিতে ভাসছে নবীনগর, কসবা, আখাউড়া, বিজয়নগর, সরাইল ও সদরসহ বিভিন্ন এলাকা।  তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমি। প্রায় ৮০ ভাগ জমির ধানই নষ্ট হয়ে গেছে। ফসলের এমন অনাকাঙ্খিত ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। আর্থিক শঙ্কায় কাঁচা ধানই পানি থেকে কেটে আনছেন তারা। জমির ফসল পানিতে তলিয়ে যাওয়ায় আগামী দিনের খাদ্য চাহিদা পূরণ করা নিয়েও চিন্তিত কৃষক। ধান পুরোপুরি না পাকলেও এখনই কেটে নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে কৃষি বিভাগের পক্ষ থেকে। ক্ষতিগ্রস্থ কৃষকদের প্রতি দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেয়ার পাশাপাশি তাদের খাদ্য ঘাটতি মোকাবেলার প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি