ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

‘আক্তারুজ্জামান চৌধুরী কখনো লোভের কাছে হার মানেননি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৩, ১৮ সেপ্টেম্বর ২০১৮

আক্তারুজ্জামান চৌধুরী বাবু কখনো লোভের কাছে হার মানেননি। তিনি সব সময় দক্ষিণ চট্টগ্রামে প্রতিকূল স্রোতে নৌকার হাল ধরে রেখেছিলেন বলে দাবি করলেন তার পুত্র ভূমিপ্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি বলেন, অনেক লোভনীয় প্রস্তাব বাবা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। আজ মঙ্গলবার আনোয়ারা সমিতি- ঢাকার এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। রাজধানীর মালিবাগে একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, আমার বাবা যখন সংসদ সদস্য নির্বাচিত হতেন তখন আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো। ১৯৮৬ সালেও তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। যেহেতু বিরোধী দলের এমপি তাই উন্নয়নের জন্য কোন বরাদ্দ পেতেন না। কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের সঙ্গে আমার বাবার ভালো সম্পর্ক ছিল। কারণ বাবা ব্যবসায়ী নেতা ছিলেন।

প্রতিমন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, বাবা একবার রাষ্ট্রপতিকে ( এরশাদ) বললেন, আমার এলাকার জন্য কিছু বরাদ্দ দেন। রাষ্ট্রপতি বললেন, বরাদ্দ দেব, উন্নয়ন হবে, সব হবে। আপনি আমার দলে ( জাতীয় পার্টি) চলে আসেন। আপনাকে মন্ত্রী বানানো হবে। কিন্তু আমার বাবা এ প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলেন। বলেছিলেন, মরে গেলেও আমি আদর্শ বিক্রি করবো না।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, মুক্তিযুদ্ধের সংগঠক রেজাউল হক চৌধুরী মুশতাক।

উল্লেখ্য, মরহুম আক্তারুজ্জামান চৌধুরী বাবু মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। চট্টগ্রামে তার জুপিটার হাউস থেকে মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হতো। আক্তারুজ্জামান চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন। এছাড়া একাধিকবার সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন।

আআ// এসএইচ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি