আগামীকাল ইউনিয়ন পরিষদের ৩য় দফা নির্বাচন, প্রস্তুতি প্রায় শেষ
প্রকাশিত : ১৯:৫১, ২২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:৫১, ২২ এপ্রিল ২০১৬
তৃতীয় ধাপে আগামীকাল ৬শ’ ২০টি ইউনিয়ন পরিষদে ভোটের জন্য সব প্রস্তুতি প্রায় শেষ। এরইমধ্যে ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে গেছে ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনী এলাকায় র্যাব, বিজিবি ও পুলিশের পাশাপাশি থাকছে স্ট্রাইকিং ফোর্স।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী এলাকাগুলোর উপজেলা অফিস থেকে ইউনিয়ন পরিষদে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম।
৩য় দফার এই নির্বাচনে মোট ভোটার ১ কোটি ৯ লাখ ৮০ হাজার ৩শ’ ৫৫ জন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ দলীয় প্রার্থী রয়েছেন ২ হাজার ৬শ’ ৭২ জন। সংরক্ষিত আসনে ৬ হাজার ২শ’ ৯৮ এবং সাধারণ আসনে ২ হাজার ৯শ’ ৪৩ জন প্রাথী রয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় এরিমধ্যে নির্বাচিত হয়েছেন ২৫জন।
গাজীপুরের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয় ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য সামগ্রী।
চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলার ১৬ ইউনিয়নে ভোটগ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ভোটগ্রহণের প্রয়োজনীয় সামগ্রী বুঝে নেন নির্বাচনী কর্মকর্তারা।
গাইবান্ধা সদরের লক্ষীপুর, মালিবাড়ি, খোলাহাটিসহ ৭টি ইউনিয়ন পরিষদের সবগুলো কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম।
নারায়ণগঞ্জে নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটগ্রহণের সামগ্রী পাঠানো হয়। ১৩ শতাধিক পুলিশ এবং ৪ হাজার আনসার সদস্য নির্বাচনের নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
নাটোর জেলা নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং অফিসারেরা কেন্দ্রের ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য সামগ্রী বুঝে নেন।
এছাড়াও অন্যান্য ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে ভোট গ্রহণের সামগ্রী।
আরও পড়ুন