ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

আগামীকাল ঐতিহাসিক মুজিবনগর দিবস (ভিডিও)

প্রকাশিত : ১২:০৪, ১৬ এপ্রিল ২০১৯ | আপডেট: ০৯:০০, ১৭ এপ্রিল ২০১৯

আগামিকাল ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপনের জন্য ঐতিহাসিক আম্রকানন ও মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুজিবনগর দিবসের আলোচনা সভায় অংশ নেবেন সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিরা।

ঐতিহাসিক মুজিবনগর - ১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার মেহেরপুর জেলার তৎকালীন বৈদ্যনাথতলা বর্তমান মুজিবনগর আম্রকাননে শপথ গ্রহণ করে। তাই দিনটি বাঙালী জাতীর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

প্রতিবছরের ন্যায় এবারও সরকারের মন্ত্রী, সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিরা ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানে ভাষন দেবেন। ইতোমধ্যে দিবসটি পালনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়।

এদিকে, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা।

বঙ্গবন্ধুর মুত্যুঞ্জয়ী মন্ত্রে দীক্ষিত বাঙালী এই মুজিবনগর থেকেই নতুন নেতৃত্বে ঝাঁপিয়ে পড়ে হানাদার বাহিনীর ওপর। স্বাধীন হয় বাংলাদেশ। তাই এই বিশেষ দিন আর আম্রকানন চিরস্বরণীয় হয়ে থাকবে বাঙালীর হৃদয়ে।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি