আগামীকাল চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দেবে এমভি আবদুল্লাহ
প্রকাশিত : ১৮:০৬, ২৯ এপ্রিল ২০২৪
সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করবে আগামীকাল মঙ্গলবার।
সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে চুনাপাথরের চালান নিয়ে রওয়ানা দিয়ে জাহাজটির ১১ কিংবা ১২ মে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে।
কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘আমিরাতের মিনা সাকার বন্দর থেকে চুনা পাথরের চালান নিয়ে মঙ্গলবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করবে এমভি আবদুল্লাহ। মে’র ১১ কিংবা ১২ তারিখ জাহাজের চট্টগ্রামে পৌঁছার কথা রয়েছে।’
জানা যায়, আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে কয়লা খালাস করার পর গত শনিবার সকালে মিনা সাকার বন্দরে যায় এমভি আবদুল্লাহ। সেখান থেকেই ৫৬ হাজার টন চুনা পাথর লোড করা হয়। চুনাপাথরের চালানটি নিয়ে বুধবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে। আগামী ১১ কিংবা ১২ মে জাহাজটি মাতারবাড়ি জেটিতে নোঙর করার কথা রয়েছে।
প্রসঙ্গত, গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো থেকে কয়লা নিয়ে আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। গত ১৪ এপ্রিল জাহাজটি জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে আল হামরিয়া বন্দরে যায়। জাহাজটি চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠি কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং কর্পোরেশনের।
কেআই//
আরও পড়ুন