আগামী এপ্রিল থেকে শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে শিক্ষামন্ত্রণালয়
প্রকাশিত : ১৬:১৯, ২০ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:১৯, ২০ মার্চ ২০১৬
আগামী এপ্রিল থেকে, দেশের সকল বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসায় বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ-এর মাধ্যমে শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে শিক্ষামন্ত্রণালয়।
সচিবালয়ে, রাষ্ট্রায়াত্ব মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের সাথে এনটিআরসিএ এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা জানান শিক্ষামন্ত্রী। এরই মধ্যে সবপ্রস্তুতি নেয়া হয়েছে উল্লেখ করে তিনি আশাবাদ জানান, প্রক্রিয়াটি শুরু হলে, প্রকৃত মেধাবী, দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগ দেয়া সম্ভব হবে। এদিকে শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের গুনাবলী বিকাশে, প্রাথমিকের পর এবার মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায়ও স্টুডেন্টস কেবিনেট চালুর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন