ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহবান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ১০ জুন ২০১৭ | আপডেট: ১৯:১২, ১০ জুন ২০১৭

Ekushey Television Ltd.

আগামী প্রজন্মের জন্য বর্ষীয়ান নেতাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহবান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস শীর্ষক বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রেলমন্ত্রীসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় ডিজিটাল বাংলাদেশ গড়তে সমাজের সব স্তরের মানুষকে একসাথে কাজ করার তাগিদ দেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি