আগামী ১৪ই এপ্রিল নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত হবে স্নানোৎসব
প্রকাশিত : ১৩:৩৫, ৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:৩৫, ৯ এপ্রিল ২০১৬
আগামী ১৪ই এপ্রিল নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসব। ধর্মীয় আচার নির্বিঘœ করতে প্রশাসনের উদ্যোগে নদীর পাড়ে সাড়ে তিনশ’ কোটি টাকা ব্যয়ে চলছে সংস্কার কাজ। তবে, স্নানোৎসবের আগেই ২টি ব্রিজসহ প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার কথা থাকলেও, তা হচ্ছে না।
পাপ মোচন করে পূণ্য লাভের আশায় প্রতি বছর নির্দিষ্ট তিথিতে দেশ বিদেশের লাখ লাখ পূণ্যার্থী লাঙ্গলবন্দে আসেন ব্রহ্মপুত্র নদে পূণ্যস্নানের উদ্দেশে। এখানে ১৪টি ঘাট ও ১৩টি মন্দির রয়েছে। পুরাতন ব্রহ্মপুত্র নদের তিন কিলোমিটার এলাকা জুড়ে অষ্টমী স্নান। বসে গ্রামীণ মেলা।
গত বছর স্নানোৎসবের সময় পদদলিত হয়ে ৭ নারীসহ ১০ পুণ্যার্থীর মৃত্যু হয়। তাই স্নানোৎসব নির্বিঘ্ন করতে সাড়ে তিনশ’ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করে সরকার। এরি মধ্যে ২টি ব্রিজ নির্মাণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, রাস্তা প্রশস্ত করা, নদের খনন, কচুরিপানা পরিস্কারসহ স্বল্পময়াদী কয়েকটি কাজ শুরু হয়েছে।
সরকারের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী।
দুর্ঘটনা এড়াতে প্রশাসনকে আরো তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
আরও পড়ুন